সুনামগঞ্জে বজ্রপাতে একজন নিহত, আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৩:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজন নিহত এবং আরো তিন’জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরবেলা দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরে এ ঘটনাটি ঘটে।
এতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নতুনপাড়া) গ্রামের রইব্বা মিয়ার ছেলে মিঠু মিয়া (২৮) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরোও তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুল হক (২০), আবু মিয়ার ছেলে মহিবুল্লাহ (২১), আঃ কাইয়ুমের ছেলে আঃ আজিজ (২০)। আহত আঃ আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৈতক ৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ভোরবেলা নিত্যদিনের মত মাছ ধরতে হাওরে যান তারা। হাওরে যাওয়ার পর আবহাওয়া বেগতিক দেখে হাওর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মিঠু মিয়া মারা যান। বাকিরা আহত অবস্থায় পানিতে ছিটকে পড়েন। আহত এনামুল হক চিৎকার করে নিকটবর্তী জেলেদের ঢেকে আনলে তাদের সহায়তা নিহত ও আহতদের বাড়িতে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি হৃদয়বিধারক।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী মুক্তাদির জানান, বজ্রপাতে ১ব্যক্তি নিহত ও ০৩ জন আহত হওয়ার খবর আমি জেনেছি।