সুনামগঞ্জে ব্রিজ ভেঙে পড়ে ২ মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুটিপুশি ব্রিজ ধসে যাওয়ায় জেলা শহরের সঙ্গে দু’মাস ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার চার ইউনিয়নের। সড়কটি জেলা শহর থেকে সরাসরি দোয়ারাবাজারের আমবাড়ি-পুটিপুশি হয়ে নূরপুর সিএনজি স্টেশনে এসে থেমেছে।
প্রতিদিন সেখান থেকে উপজেলার মান্নারগাঁও, সুরমা, লক্ষীপুর ও বগুলা ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ ওই সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করেন।
এবারের দ্বিতীয় দফা বন্যার স্রোতের পিলারের গোড়া থেকে মাটি সরে গিয়ে গত ২৯ জুলাই ব্রিজটি ধসে যায়। প্রথম দফা ধসে যাওয়ার দুইমাসেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি কর্তৃপক্ষ। এদিকে বিকল্প রাস্তা না থাকায় জনদুর্ভোগ বাড়ছে।
ব্রিজ ধসার পর থেকে নূরপুর সিএনজি স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীসহ শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি, বেসরকারি চাকরিজীবীরা পড়েছেন বিপাকে।
স্থানীয় বাসিন্দা লিটন দাস জানান, ব্রিজটি ধসে পড়ায় নূরপুর সিএনজি স্টেশন বন্ধ থাকায় সময়মতো কর্মস্থলে পৌঁছা সম্ভব হচ্ছে না।
যাত্রীবাহী সিএনজি চালক কলমদর আলী জানান, গাড়ি ধরতে দীর্ঘপথ হেঁটে যাওয়ার কারণে যাত্রীদের আনাগোনা একেবারে কমে গেছে। অধিকাংশ সিএনজি চালক এখন বেকার সময় পার করছেন।
স্থানীয় ইউপি সদস্য দীপক দাস বলেন, ধসে যাওয়া ব্রিজের ছবিসহ উপজেলা পিআইও অফিস ও এলজিইডি অফিসকে অবহিত করেছি। কিন্তু এর দুইমাস পরও কোনো প্রতিকার মেলেনি।
এ ব্যাপারে এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী দেবতোষ পাল জানান, ক্ষতিগ্রস্ত ব্রিজটি মেরামতের জন্য শিগগির সরেজমিনে গিয়ে রিপোর্ট পাঠানো হবে।