বালাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পোনা অবমুক্তকরণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৭:৩২ অপরাহ্ণ
জাগির হোসেন, বালাগঞ্জ:
সিলেটের বালাগঞ্জ উপজেলার চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। আরও উপস্থিত ছিলেন, চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তার প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষ, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যগন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এবং নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গ।
এদিকে, একইদিনে বালাগঞ্জ উপজেলায় গৌরীপুর ও পাশ্ববর্তী গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে অপদখলকারীদের দখলকৃত বেতরী নদীতে জনসাধারণের নৌচলাচল ও উন্মোক্ত জলাশয়ের নীতিমালানুসারে উন্মোক্ত রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ ও এমপি ও প্রশাসনের উপস্থিতিতে অপদখলকারীদের উচ্ছেদ করে দেওয়া হয়।
শনিবার(৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২০-২১ আর্থিক সালের বরাদ্দকৃত বাজেটের উপজেলার মাইজাইল ও চাতল-ফাটা চাতল হাওরে পোনামাছ অবমুক্ত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এ ঘোষনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও সঞ্চালনা করেন জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মতিন, প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এ এম এ জি কিবরিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজমল বেগ, যুগ্ন সাধারণ সম্পাদক মুকিত আহমদ চৌধুরী, ইউপি সদস্য মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান বুলবুল, হারুনুর রশীদ জায়েদ, শায়েস্তা মিয়া, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, প্রভাষক রুহুল আমিন, সংবাদকর্মী বদরুল আলম, এমপি’র ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শামসুল হক, শেখ আবু নাহিদ, লীফ শেখ মো. আশিকুর রহমানসহ প্রমুখ। এ সময় ১০-১৫ সে.মি. আকারের প্রায় ২৯০ কেজি পোনা অবমুক্ত করা হয়।