ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শ্রী রাধাবিনোদ মিশ্র আর নেই
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৫:১২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
ঢাকাদক্ষিণ শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির সেবায়েত ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শ্রী রাধাবিনোদ মিশ্র আর নেই। শনিবার (৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হলে স্বজন ও ভক্তগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর জানাজানা হলে ভক্তবৃন্দ ভীড় জমান। চারদিকে শোকের ছায়া নেমে পড়ে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান পরিষদের গোলাপগঞ্জ উপজেলা সভাপতি, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার কাজল কান্তি দাশ জানান, সাবেক অধ্যাপক শ্রী রাধাবিনোদ মিশ্র সিলেট ডায়বেটিক হাসপাতালে হিমাগারে রাখা হবে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সৎকার করা হবে।
অধ্যাপক শ্রী রাধাবিনোদ মিশ্র-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ, সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল আহাদ,অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল গফুর, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জল।