শ্রীমঙ্গলে লেবু গাছের সাথে এ কেমন শত্রুতা!
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৪:২৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি লেবু বাগানের অর্ধ শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার উপজেলার মোহাজেরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় লেবু বাগান থেকে ৪০ হাজার টাকার লেবু ও আনারস লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় লেবু বাগান মালিক নূরূল ইসলাম বাদী হয়ে আব্দুললাহ আল মামুন, আবিদুর রহমান সোহেল ও ইসহাক মিয়াকে আসামী করে গত বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেছেন।
শনিবার সকালে সাংবাদিকদের জানালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- বাগানের বি¯তৃর্ণ এলাকা জুড়ে কাটা লেবু গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেটে ফেলা বেশীরভাগ গাছেই লেবু ধরেছিল। বাগানের কেয়ারটেকার শুকুর মিয়া বলেন ঘটনার দিন সকাল ১০ টার দিকে একটি জীপ গাড়ী নিয়ে ৭ জন লোক হঠাৎ টিলার উপর লেবু বাগানের গাছ কেটে ফেলতে দেখে চিৎকার শুর করেন। এসময় তারা বাগানের ৫শ’ আনারস ও অর্ধ শতাধিক গাছ কেটে দ্রুত জীপযোগে পালিয়ে যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বর ফারুক মিয়া বলেন, ঘটনার পরপর খবর পেয়ে এসে দেখি বাগান তছনছ অবস্থা। বাগানের মালিক নূরুল ইসলাম প্রশ্ন করেন, ‘আমার সাথে যে কারো শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছগুলোর সাথে কেন এই শত্রুতা?’ এতে তার ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
এব্যাপারে জানতে চাইলে মামলার ২নং অভিযুক্ত আবিদুর রহমান সোহেল বলেন, ‘এটা সাজানো ঘটনা। অভিযোগকারীদের বিরুদ্ধে আমি ইতিপূর্বে একটি মামলা করি, এ ঘটনার জের ধরে আমাকে ফাঁসানোর চেষ্টা হতে পারে’ বলে তিনি জানান।