ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মাথা ও হাত বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৪:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় মোস্তফার বাঁধ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (২৩)উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাটানচক গ্রামের আয়াজ আলীর ছেলে আল-আমিন।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের মোস্তফার বাঁধ এলাকায় শনিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। এসময় তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে সিলেট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।