সিলেটে অসহায় মানুষদের আহার দিলো ‘লাইভ ফর লাইফ’
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১২:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে অসহায় সুবিধাবঞ্চিতদের আহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘Live for life’। ‘Beside Hungry People ‘ ইভেন্টের মাধ্যমে নগরীতে থাকা ১৫০ জন অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করে এই সংগঠন।
শুক্রবার রাতে নগরীর টিলাগড়, আম্বরখানা, বন্দর বাজার, কাজির বাজার ও উপশহরের রাস্তায় থাকা অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আবু সুফিয়ান, লাভলী আক্তার, রুবেল আহমদ, আশরাফ আহমদ, শান্ত, অরিন প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, ‘রাস্তায় থাকায় অসহায় মানুষগুলো অনেক সময় রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। এক মুঠো ভাত তৃপ্তি ভরে খেতে পারে না। ক্ষুধার জ্বালা রাত্রিযাপন করেন তারা। তাই তাদের জরাজীর্ণ জীবনের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ।’
তারা জানান, রাস্তায় থাকা অসহায় মানুষদের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে।