বালাগঞ্জ ইউপির বরাদ্দে দক্ষিন হাসামপুর মসজিদে টিউবওয়েল স্থাপন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউপির ০৮নং ওয়ার্ড দক্ষিন হাসামপুর জামে মসজিদে মুসল্লিদের ওযু করা ও পথচারীরা পানি পান করা, মসজিদ কাজের মান উন্নয়নের স্বার্থে একটি টিউবওয়েল স্থাপন করা হয়।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) স্থাপনকাজের সমাপ্তি ও পরিদর্শন করেন, বালাগঞ্জ উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক, ইউপির সদস্য আব্দুস শহীদ দুলাল। তিনি বলেন, ইউপি থেকে আমি একটা পাইছি সেটাই মসজিদের জন্য দিয়েছি। এলাকা বাসীর অনেক দিনের দাবি ছিল মসজিদ আল্লাহর ঘরের জন্য, সেটি আদায় করে ভাল লাগছে।
এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, আমাদের দক্ষিণ হাসাম পুর জামে মসজিদে সরকারি বরাদ্দ থেকে ইউপি মেম্বার আব্দুস শহীদ দুলালের সহযোগিতায় আমরা টিউবওয়েল পেয়েছি। মেম্বারের প্রতি আমরা কৃতজ্ঞ। পরিশেষে, জাতির জনক বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গ্রামের গন্যমান্য মুরব্বি ও যুবকরা।