সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন : মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৭ জন আসামি
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ ৭ জনকে। এছাড়াও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এ মামলায়। শুক্রবার বিকালে মামলা দায়ের করেন নিহত যুবকের বাবা শফিক মিয়া। এসএমপির এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হচ্ছেন- সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন উরফে শামসুল হক, সিলেট সদর উপজেলার খাদিমনগরের সালেহপুর গ্রামের তোয়াহিদ, তোফায়েল, একই গ্রামের উসমান গণি, শামসুল হক ও আব্দুল গণি।
মামলায় উল্লেখ করা হয়েছে, সম্পত্তি নিয়ে মামলা-মোকদ্দমার জের ধরে যুবক তানভিরকে খুন করা হয়। নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে আসামি আফতাব উদ্দিন চিৎকার করে বলে- ‘তোমরা কে কোথায়? শালার বেটা যায়গি, তারে ধরে খুন করে ফেল।’ আফতাবের এমন কথা শুনার পর অন্য আসামিরা ধারালো ছুরি দিয়ে তানভিরকে ছুরিকাঘাত করে খুন করে।
উল্লেখ্য, গত বুধবার রাতে সদর উপজেলার ৩নং খাদিমনগরের ইউনিয়নের ছালেহপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় তানভির আহমদ (২০) খুন হন। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।