কাল জগন্নাথপুর আসছেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ৯:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আগামীকাল শনিবার সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুরে আসছেন। ওই দিন তিনি সকাল ১১ টায় কলকলিয়া ইউনিয়নের শফাতউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর সকাল সাড়ে ১১টার দিকে তিনি ভবানীপুর সরকারী প্রাথমিক বিদযালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ১২টায় মইয়ার হাওরের ইকড়ছই এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মন্ত্রী।
বিকাল সোয়া ৫টায় মন্ত্রী বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সফরসূচি নিশ্চিত করেছেন।