বিয়ানীবাজারে সংঘর্ষ, প্রকাশ্যে গুলি : ছাত্রলীগের আড়ালে কিশোর গ্যাং!
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ৭:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে প্রকাশ্যে জনসম্মুখে গুলিবর্ষণের ঘটনায় তোলপাড় চলছে। ওইসময়ে কে গুলি করল, অস্ত্রটি কার- এ নিয়েও অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে একপক্ষ থেকে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এ সময় পৌরশহর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ পথচারীসহ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। এরপর আরও দুই দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। বিয়ানীবাজার পৌরশহরে আকস্মিক এ সংঘর্ষের কারণ জানতে ব্যাপক অনুসন্ধান চালালেও সংঘর্ষে জড়িয়ে পড়া কোনো পক্ষই মুখ খুলতে রাজি হয়নি।
বিভিন্ন সূত্র জানায়, এক কলেজছাত্রীকে মোবাইল ফোনে উত্যক্ত করা ও ফেসবুকে লেখালেখি নিয়ে গত কয়েকদিন ধরে দুইপক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুইপক্ষ ছাত্রলীগের বিবদমান দু’টি পক্ষের অনুসারী। তবে সংঘর্ষের বিষয়ে ছাত্রলীগের নেতারা কিছুই জানতেন না। মূলত প্রেমঘটিত কারণে ছাত্রলীগকে সামনে রেখে আড়ালে সংঘবদ্ধ হয় স্থানীয় দু’টি কিশোর গ্যাং। আর বৃহস্পতিবার এরাই পৌরশহরে সশস্ত্র মহড়া দেয় এবং সংঘর্ষে লিপ্ত হয়।
পৌরশহরের ব্যবসায়ীরা জানান, একটি ছোট বিষয়কে কেন্দ্র করে জনসম্মুখে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং গুলিবর্ষণের ঘটনা সহজে মেনে নেওয়া যায় না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি অনুসন্ধান করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ ২০-২৫ জনের একদল কিশোর শহরের উত্তরবাজারে এসে ‘ধর ধর’ বলে হৈ-হুল্লোড় শুরু করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই অন্যপক্ষ তাদের ধাওয়া দিয়ে পোস্ট অফিস রোডের সামনে নিয়ে গেলে একরাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরপরও দু’পক্ষে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় একপক্ষ পিছু হটলে অপরপক্ষ মধ্যবাজারে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পালসার মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ‘সংঘর্ষের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রকাশ্যে শহরের পরিস্থিতি কেউ অস্থির করবে তা আমরা হতে দিতে পারি না।’