সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ৫:২২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
দেশবরেণ্য রাজনীতিবিদ, সিলেট বিভাগের রূপকার সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী শনিবার (৫ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় মৌলভীবাজারে মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত। ঐ দিন বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমের কবর জিয়ারতে অংশগ্রহণের জন্য মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকির ভাতালিয়াস্থ বাসভবনে সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।