কাল এম. সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ৪:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সিলেটের কৃতি সন্তান, বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী। দিনটি উপলক্ষে তাঁর নিজ গ্রাম মৌলভীবাজারের বাহাদমর্দন গ্রামে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিকে সিলেট জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক মন্ত্রী এম. সাইফুর রহমানের মৃত্যু বার্ষিক উপলক্ষে শনিবার ( ৫ সেপ্টেম্বর) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে যথা সময়ে উপস্থিত থাকতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
প্রসঙ্গত, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ব্রাম্মানবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।