সিলেটে বাস চাপায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) ও তার দাদি বিবিজান (৬৫)।
বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাহাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দাদি ও নাতির মৃত্যু হয়। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।