গোলাপগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযানে ৪০টি হাইড্রোলিক হর্ণ অপসারণ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট-জকিগঞ্জ সড়কের থানার সম্মুখে হাইড্রোলিক হর্ণ বন্ধে আবারো অভিযান পরিচালনা করেছে গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় এ সময় অভিযানে ৪০টি হরণ অপসারণ করা হয়।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার টিআই দেলোয়ার হোসেনের নের্তৃত্বে সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত, এটিএসআই আবু তাহের ও এটিএসআই হাফিজ, এস আই আল আমিন অভিযান পরিচালনা করে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান থেকে ৪০টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করেন।
এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইন-চার্জ হারুনূর রশিদ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ বন্ধে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তৎপর রয়েছে। এর আগে ৫০টি এবং আজ ৪০টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়েছে।