সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জির মৃত্যুতে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনের শোক বইয়ে স্বাক্ষর করলেন যারা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৯:১৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মূখার্জির মৃত্যুতে সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশন অফিসে গিয়ে সেখানে খোলা শোক বহিতে স্বাক্ষর ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, মদন মোহন বিশ^: কলেজের অধ্যক্ষ সর্বাণী অর্জুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
গত বুধবার (২ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) দু’দিন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশন অফিসে গিয়ে সেখানে খোলা শোক বহিতে শোকবার্তা লিখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা লিখেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু।
সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মূখার্জির ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া তিনি ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য ভুমিকার রেখেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশন অফিসে ই মেইলে সিলেট বিভাগের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ শোকবার্তা পাঠিয়ে মহান নেতা শ্রী প্রণব মূখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।