প্রয়াত প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা: সিলেটে শোক স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
ভারতের প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন এর উদ্যোগে দু্দিন ব্যাপি শোক বইয়ে স্বাক্ষর গ্রহনের আয়োজন করা হয়েছে।
শোক বইয়ে স্বাক্ষর করেন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ফরিদ উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিতোশ ঘোষ, মদন মোহন কলেজ সিলেটের প্রিন্সিপাল মিসেস সর্বানী অর্জুন, সিলেট মহানগর আ’লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা যুবলীগের প্রেসিডেন্ট জগদীশ দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম সুয়েব, ওমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্নলতা দে, রামকৃষ্ণ মিশন সিলেটের মহারাজ স্বামী চন্দ্রানন্দজী, ইসকন সিলেটের প্রভু নিধি কৃষ্ণ, ভারত বাংলাদেশ মৈত্রি সমিতি’র প্রেসিডেন্ট আজিজ আহমদ সেলিম, সেক্রেটারী বিনয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপশ দাশ পুরকায়স্ত, দৈনিক সিলেটের ডাক’র প্রধান সম্পাদক সমেরন্দ্র বিশ্বাস, অনলাইন নিউজ পোর্টালের সভাপতি মুহিত চৌধুরী, মনিপুরী কালচারাল একাডেমী প্রতিনিধি সুনিল সিংহা, মনিপুরি কালচারাল কমপ্লেক্স মৌলভিবাজারের মেম্বার সেক্রেটারি রবিকিরন সিংহ রাজেশ সিংহা প্রমুখ।
এছাড়াও নাট্যকর্মীসহ সাংস্কৃতিক সংগঠনের আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।