সিলেটে করোনায় একদিনে ৩ জনের মৃত্যু, সুস্থ ১১০
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৬:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে এ ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমানও আছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সময়ে বিভাগের চার জেলায় নতুন করে কোভিট-১৯ রোগী শনাক্ত হয়েছে ৯২ জনের। আর এ সময়ে ১১০ জন করোনা আক্রান্ত ব্যক্তি রোগটি থেকে মুক্তি পেয়েছেন। এ নিয়ে করোনায় এই বিভাগে মোট মারা গেছেন ১৯১ জন। মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৭ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৬ জন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে তিনজন মারা গেছেন। এ নিয়ে বিভাগের চার জেলায় মারা গেছেন ১৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৩৯ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ২০ জন করে ৪০ জন এবং হবিগঞ্জ জেলায় ১২ জনের মৃ্ত্যু হয়েছে।’
চার জেলার মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত সিলেট জেলায়। এ জেলায় ৫ হাজার ৮৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২০৯৪ জন, হবিগঞ্জ জেলায় ১৫৮০ জন এবং মৌলভীবাজার জেলায় ১৫৩৬ জন কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।