সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে ভূমির মালিকানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফসলী জমির মালিকানা নিয়ে গ্রামের বাবুল মিয়া ও তার চাচাতো ভাই মৃত কনর আলীর পুত্র কাপ্তান মিয়ার মধ্যে গত কয়েকমাস ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার বিকেলে আমেরতল গ্রামের মাঠে জমিতে আমন ধানের বীজতলায় কাজ করতে যান কাপ্তান মিয়ার পক্ষের লিটন মিয়া। এ সময় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন লিটন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এ নিয়ে বিকেলে আমেরতল বাজারে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনার জের ধরে আজ বুধবার সকালে আবারও উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুইদিনের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
গুরুতর আহত লিটন মিয়া (৪২), কালা মিয়া (৫৯), জুবের আহমদ (২৮), রেদওয়ান আহমদ (১৭), হানিফ আলী (৬০), রহিম আলী (৫৫), হেলাল আহমদ (২৫), আক্তার হোসেন (৩২) ও আব্দুস সহিদকে (৩৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নূর উদ্দিন (৪২), বদরুল মিয়া (৩১), বাবুল মিয়া ও আতাউল গনি (৫২) সহ অন্য আহতদের ছাতক ও কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।