ওসমানীর ল্যাবে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ৯:৪০ অপরাহ্ণ
সিলেট ও মৌলভীবাজার জেলার ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি চারজন মৌলভীবাজারের বাসিন্দা।