জকিগঞ্জে প্রায় দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ৬:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলার জকিগঞ্জ থানার বীরশ্রী এলাকা থেকে ১৪৫৫ পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব।
১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম এর নেতৃত্বে গঠিত একটি আভিযানিক দল সিলেট জেলার জকিগঞ্জ থানার বীরশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত এবাদুর রহমান (৪৫), পিতা-মৃত বশির উদ্দিন ও রুহুল আমিন (২৫), পিতা-এবাদুর রহমান, উভয়ের বাড়ি সিলেটের জকিগঞ্জের পশ্চিম জামডহর গ্রামে।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে।