সি আর দত্ত স্মরণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার শাখার শোক মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ৮:০৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) স্মরণে শোক মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখা।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে এই শোক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচী চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি দেবাশিষ পুরকায়স্থ, সহ সভাপতি রবীন্দ্র চক্রবর্তী রাঘব, সাধারণ সম্পাদক কেতকী রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশু রঞ্জন দে, প্রমোদ পুরকায়স্থ, চৌরাঙ্গঁ বিশ্বাস, বাবুল কর, সাধন, কৃষ্ণ নাথ, নিরেন্দ্র দাস, সজিব দাস, রনধীর দে, রাজিব চক্র বর্তী, গোপিকা দে, বিজিত দাস।
এ সময় সি আর দত্তের আত্মার চির শান্তি কামনা করা হয়।