নগরীর ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ৭:৩৭ অপরাহ্ণ
সিলেট নগরীর রিকাবীবাজার ও মেডিকেল রোড এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, মেয়াদহীন ঔষধ এবং বিদেশি ঔষধে আমদানিকারকের স্টিকার না থাকায় অভিযুক্ত চার প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
এসময় রিকাবী বাজার এবং মেডিকেল রোড এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাইয়ের পাশাপাশি দৃশ্যমানস্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার নির্দেশ প্রদান করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
জনসচেতনতামূলক এ অভিযানে সহায়তা করেন মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। এছাড়া জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।