একনেকে অনুমোদন সিলেট-তামাবিল মহাসড়ক ফোরলেন প্রকল্প
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ৬:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ছয় হাজার ৬২৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে দুই হাজার ৭১ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ সহায়তা বাবদ পাওয়া যাবে চার হাজার ৫৯৩ কোটি ৮৯ লাখ টাকা।
মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী ও সচিবরা একনেক সভায় অংশ নেন।
সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ১. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘মতলব-মেঘনা-ধনাগোদা-বেড়ীবাঁধ জেড-১০৬৯ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। ২. ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প। ৩. স্থানীয় সরকার বিভাগের ‘সারাদেশে পুকুর, খাল, উন্নয়ন (প্রথম সংশোধনী)’ প্রকল্প। ৪. খাদ্য বিভাগের ‘আধুনিক খাদ্য সংরক্ষাগার নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প। ৫. পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকায় নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধনী)’ প্রকল্প এবং ৬. মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়) (দ্বিতীয় সংশোধনী)’ প্রকল্প।
একনেক সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।