সিলেটে পানির ট্যাংকিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে চুরি : মালামালসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ৬:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে ট্যাংকির পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া প্রায় ১লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করে এ তথ্যগুলো জানান গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাও মাঝপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহেদ আহমদ (২৪), লক্ষণাবন্দ হাজীপুর গ্রামের মজনু মিয়ার ছেলে ইফতেখার আহমদ ইফতি (৩০)।
প্রেস ব্রিফিং এ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, গত ১৬ আগস্ট লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল কালামের বাড়ির ছাদের উপর পানির ট্যাংকিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে প্রায় ৩লক্ষ ৩৭হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আবুল কালামের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে ২জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাত করে একটি মামলা (১/১-০৯-২০২০ইং) দায়ের করেন।
এরপর গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মালামাল উদ্ধার ও চোরচক্রকে ধরতে অভিযানে নামে। এরপর ৩১ আগস্ট সোমবার রাতে লক্ষণাবৃন্দের মাঝপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পিন্টু সরকারের নেতৃত্বে এসআই ফজুল করিম, এস আই হেলালসহ একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে জাহেদ আহমদকে গ্রেপ্তার করে।
পরে তার তথ্যের ভিত্তিতে ইফতেখার আহমদ ইফতিকে ফ্রিজ, একটি পানির পাম্প, ২টি চার্জার ফ্যান, একটি আইফোন মোবাইলসহ প্রায় ১লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার অন্যান্য জড়িতদের গ্রেপ্তার ও বাকি চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।