জগন্নাথপুর-সিলেট সড়ক সংস্কার দাবিতে পরিবহন ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ২:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দায়িত্বহীনতা আর গাফিলতির কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের প্রধান অবলম্বন জগন্নাথপুর-সিলেট (জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর) সড়কটি দীর্ঘদিন ধরে অনুপযোগী হয়ে উঠেছে। বারবার সংস্কারের দাবি উঠলেও দাবিটি উপেক্ষিত। এবার সড়ক সংস্কারের দাবিতে জগন্নাথপুর ও লন্ডনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে জগন্নাথপুর উপজেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
জগন্নাথপুর উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম জানান, জনগুরুত্বপূর্ন এই সড়কটি সংস্কারের অভাবে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের দাবিতে আমরা একাধিকবার পরিবহন ধর্মঘট কর্মসূচি গ্রহণ করেছি। সংস্কারের আশ্বাসে কর্মসূচি বারবার প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সড়কে বেহালদশা বিরাজ করছে। তাই বাধ্য হয়ে আমরা কর্মসূচি দিয়েছি। গত দুই তিন মাস ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিক সভাপতি গোলাম রব্বানী বলেন, আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে, যখন পর্যন্ত রাস্তা সমাধান হবে না তখন পর্যন্ত ধর্মঘট থাকবে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, এলজিইডি’র তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক আইডিএ এর অর্থায়নে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের ১৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। সড়কের কাজ শুরু হয়েছে।