শাবিতে নতুন আক্রান্ত ৫২ জন
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ১০:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার এই ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জ জেলার ২৩ জন ও সিলেট জেলার ১০ জন বাসিন্দা রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান প্রভাষক জি এম নুরুন্নবী আজাদ জুয়েল।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শাবিপ্রবির ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আজ সোমবার সুনামগঞ্জ জেলার ৪৪ জন ও সিলেট জেলার ৪৫ জনসহ সর্বমোট আরো ৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।