শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ৯:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জকিগঞ্জে ৪ বছর বয়সী এক শিশুকন্যা পাশবিকতার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মবাড়িয়া জেলার সরাইল থানার দামাউড়া গ্রামের আতাব উল্লার ছেলে শাহ আলমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ শাহ আলমকে গ্রেপ্তার করে আজ সোমবার (৩১ আগস্ট) জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। পরে ম্যজিস্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
অভিযোগ থেকে জানা যায়, শাহ আলম জকিগঞ্জ পৌরসভার কেছরী গ্রামে ভাড়া বাসায় থাকেন। শিশুটিকে রাস্তায় একা পেয়ে তিনি তার ভাড়া বাসায় নিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে