শ্রীমঙ্গল ইউএনও এর বাসা চুরি
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ৫:২৮ অপরাহ্ণ
তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটেছে। নির্বাহী কর্মকর্তা জানান সোমবার (৩১আগষ্ট) ভোরে এ ঘটনাটি ঘটে। চুরি হওয়া দুইটি ল্যাপটপ একটি আইফোন সহ ৪টি মোবাইল নগদ ১৫ হাজার টাকা ও কিছু বডি স্প্রে চুরি হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে এলাকা তল্লাশি করে বাসার বাউন্ডারির ভিতরে ময়লা আবর্জনার মধ্যে ঢাকা অবস্থায় দুটি ল্যাপটপ একটি আইফোন ও কিছু বডি স্প্রে উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, চোরদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।