মৌলভীবাজার প্রেসক্লাবের মাহমুদ এইচ খানের সদস্য পদ বাতিল
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ২:২৮ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
নৈতিকতা বিবর্জিত কাজে জড়িত থাকার অভিযোগে এবং নিজের ফেসবুক পেইজে নিজেকে জড়িয়ে অসামাজিক কাজে জড়িত থাকার স্ট্যাটাস দেয়ায় রোববার
(৩০ আগস্ট) রাতে প্রেসক্লাব অফিসে এক জরুরী কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাব ও ক্লাবের সাবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বা যারা অপপ্রচার করছেন এর বিরুদ্ধে সভায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া কারো ব্যক্তিগত দায়ভার প্রেসক্লাবের নয় তাই প্রেসক্লাবকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ এইচ খানের এক পোষ্ট নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয় ও তার বিরুদ্ধে ধর্ষণ ও মাদকের অভিযোগ উঠেছে।