সিলেটজুড়ে ১০৮০৭ জনের শরীরে করোনা, প্রাণ গেল ১৮৭
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ২:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ১১২ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮০৭ জন।
নতুন রোগীদের মধ্যে সিলেট জেলায় ৬৩ জন, সুনামগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ৩১ জন। আর গেলো ৫ এপ্রিল বিভাগে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত সিলেট জেলায় ৫ হাজার ৭১৩, সুনামগঞ্জে ২ হাজার ৪৭, হবিগঞ্জে ১ হাজার ৫৩৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি। কিন্তু সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন।
এরমধ্যে সিলেট জেলায় ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
সোমবার (৩১ আগস্ট) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৫২ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৪২ জন এবং সুনামগঞ্জে ১০ জন রয়েছেন।
আর নতুন সুস্থদের নিয়ে সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে ৭ হাজার ৮১৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৪১২২ হাজার জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৫৮ জন, হবিগঞ্জে ১০০৯ জন এবং মৌলভীবাজারের ১০২৭ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ৭৯৪ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ১২১ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৭৩ জন।