শ্রীমঙ্গলে মাছের সাথে এ কেমন শত্রুতা
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ
তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্বৃত্তরা ফিসারী পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। ২৯ আগষ্ঠ রাতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া এলাকায় মাহমুদুল হাসান রানার ফিসারী পুকুরে মাছ নিধনের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মাছ চাষী মাহমুদুল হাসান রানা শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় লোকজন জানায় রোববার সকালে ফিসারীতে অনেক মাছ পানির উপরে ভেসে আছে। এই অবস্থা দেখে ফিসারীরর মালিককে ডেকে বললে দৌড়ে এসে এই অবস্থা দেখতে পায়। পরে পুকুরে জাল দিয়ে সবগুলো মাছ ধরা হয় এসময় পুকুরে একটি পলিথিনের মধ্যে বিষ ঢুকানো অবস্থায় পাওয়া যায়।
মাছ চাষী মাহমুদুল হাসান রানা জানান, মাছ চাষের জন্য ৪৫ শতক জায়গা নিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে ফিসারি তৈরী করি। আমি কর্মষংস্থান ব্যংক থেকে ঋণ নিয়ে গত মে মাসের ২১ তারিখে ফিসারীতে লক্ষাধিক টাকার তেলাপিয়া মাছ ও কিছু দেশীয় মাছের পোনা ছাড়ি। আমার সাথে কে বা কারো শত্রুতা থাকতে পারে কিন্তু আমার ফিসারীতে মাছের পোনার সাথে এমন শত্রুতা করে ফিসারীতে বিষ দিয়ে সবগুলো মাছ মেরে ফেলা হয়। এতে আমার প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এইসব মাছের পোনার জন্য প্রতিদিন প্রায় ৩ হাজার টাকার মতো খাদ্য সহ বিভিন্ন খাতে খরচ হতো। আমার এতো টাকার ক্ষতি কে বা কারা করেছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধকারীদের বিচার করে আমার ক্ষতিপূরণ দেয়া হোক। এব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, অভিযোগ পেয়েছি এবং খুবই গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করা হচ্ছে।