সুনামগঞ্জে ছিনতাই হওয়া সিএনজি গোয়াইনঘাট থেকে উদ্ধার, আটক ৩
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ১১:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিক্সা গোয়াইনঘাট থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) ভোররাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জয়নাল আবেদীন ও এএসআই সমীরণ চন্দ্র দেবসহ একদল পুলিশ সিলেটের গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং গ্রাম থেকে গাড়িটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, পূর্ব জাফলং গ্রামের মোহাম্মদ আলীর ফুফাতো বোন জামাই আলাউদ্দিনের বসতবাড়ীর উঠান থেকে ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত ছিনতাইকারী সিলেটের বিশ্বনাথ থানার রহমান নগর এলাকার সোনাফর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩), গোয়াইনঘাট থানাধীন নোয়াগ্রাম উত্তর গ্রামের ফয়জুল ইসলামের ছেলে আলিম উদ্দিন ও সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে নাজমুল হাসান খসরুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ আগষ্ট বিকেলে বিশ্বম্ভরপুরের কাইতকোনার দুলাল মিয়ার ছেলে ফরহাদ মিয়া তার সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ব্রীজের উপর দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করে। এসময় ফারহাদ মিয়াকে মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি কল দিয়ে ওয়েজখালী পয়েন্ট থেকে সুনামগঞ্জ সদর এলাকা থেকে ছাতকের জাউয়া বাজারে যাবে বলে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুনামগঞ্জ থানার মাহমদপুর এলাকায় যাওয়ার আগে মহাসিং নদীর পূর্ব পাড়ে আগে থেকে ওৎপেতে থাকা আরও দুই অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ী চালক ফরহাদ মিয়াকে ধরে ফেলে এবং দেশীয় অস্ত্রের মুখে ফরহাদকে জিম্মি করে গাড়ী থেকে নামিয়ে তাঁর দুই হাত রশি দিয়ে বেঁধে মারাত্মক জখম করে টাকা মোবাইল ও গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গাড়ী চালক ফরহাদ মিয়ার মোবাইলে ফোন দেওয়া নাম্বারের সূত্রে ধরে তদন্তে নামে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। মামলার ঘটনায় জড়িত সিলেট জেলার জৈন্তা থানা পুলিশের সহায়তায় ছিনতাইকারী মোহাম্মদ আলীকে আটক করেন। পরে মোহাম্মদ আলীর স্বীকারোক্তির মতে গোয়াইনঘাট থানাধীনপূর্ব জাফলং গ্রামে অভিযান চালিয়ে আলীম উদ্দিন এবং পরে নাজমুল হাসান খসরুকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর মৌখিক সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ এবং ছিনতাই হওয়াসি গাড়ীউদ্ধারসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অন্যান্য অপরাধীদেরকেও আটকের চেষ্টা অব্যাহত আছে। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।