শ্রীমঙ্গলে নিখোঁজের ১৬ঘন্টা পর কলেজ ছাত্র ‘স্বাক্ষর’র’ মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ১২:০৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের ১৬ ঘন্টা পর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব এর ছেলে কলেজ ছাত্র স্বাক্ষর দেব (২৭) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রোববার (৩০ আগষ্ট) সকাল ৭ টার দিকে লাখাইছড়া চা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার থানায় নিখোঁজের একটি ডায়রি করা হয়েছিল। সেসময় থেকে পুলিশ তাকে খোঁজাখোঁজি শুরু করে আজ রোববার সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশন থেকে স্বাক্ষরের মৃত দেহ উদ্ধার করা হয়্।
ওসি আরো জানান যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।