সিলেটে মুজিববর্ষে রিভারভিউ উপহার দিলেন এমপি সামাদ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাহমান কুশিয়ারা নদীর তীরে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে উপজেলাবাসীকে ব্যক্তিগত অর্থায়নে রিভারভিউ প্রকল্প উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
ফেঞ্চুগঞ্জ সদরের পশ্চিম বাজার রেলসেতুর পাশে কুশিয়ারা নদীর তীরে এই রিভারভিউ প্রকল্প। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
স্থানীয় এমপির নিজস্ব উদ্যোগে এই রিভারভিউ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভারভিউ। বিনোদন প্রেমিরা এসে বসার জন্য স্টিলের বেষ্টনী দিয়ে রিভারভিউতে দৃষ্টিনন্দন ৮টি বেঞ্চ স্থাপন করা হয়েছে। প্রতিদিন বিকালে এসে ভিড় করেন স্থানীয় ভ্রমণ পিপাসুরা। এছাড়া স্থানীয় উৎসুক জনতাও মুক্ত বাতাসে ঘুরতে যান।
এ ব্যাপারে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জবাসীকে এটি উপহার দিয়েছি। স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ নিজ খরচে এটি নির্মাণ করে দিয়েছি। এই সম্পদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন স্থানীয়দের।