পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বালাগঞ্জ’র আহবায়ক কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ১০:৫২ অপরাহ্ণ
অতিথি প্রতিবেদক:
দেশের বিভিন্ন প্রান্তে সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেটের বালাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত”পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বালাগঞ্জ(পিইউএসবি)”এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার(২৭ আগস্ট) বিকেলে এক সভায় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও আজ শনিবার চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে আহবায়ক হিসাবে রয়েছেন আশীষ কুমার বিশ্বাস(সাস্ট),যুগ্ম আহ্বায়ক, কাওসার আহমেদ(সাস্ট), সুষ্মিতা দত্ত প্রিতা(সাস্ট), ফারজানা সালসাবিল রিকি(সাস্ট) এবং সদস্য সচিব-জইন উদ্দিন জয়(চবি)।
এছাড়াও সিনিয়র সদস্য হিসাবে রয়েছেন রাবেয়া সুলতানা মান্না(সাস্ট),কলসুমা বেগম ঝর্ণা(সাস্ট),তানিয়া সুলতানা তন্বী(সাস্ট),শুভ্রা ধর শাওন(সিকৃবি), রুমেল আহমেদ(সাস্ট),দস্তগীর খান নোফায়েল(সাস্ট),সামিয়া আক্তার মিতা(সিকৃবি),মাহবুব মোহাম্মদ(সাস্ট),মোঃ আলী মাসুদ(সাস্ট),প্রিয়াঙ্কা বনিক টুম্পা(সাস্ট),উজ্জল কান্ত দাস(সাস্ট),নাদিয়া সুলতানা(সাস্ট),কাওছার আহমদ(সাস্ট),খন্দকার শিহাবুদ্দিন আহমেদ(সাস্ট), নাঈমুর রহমান(সিকৃবি)
মোহাম্মদ শাহজান আলী (সিওমেক), তাহেরা বেগম চৌধুরী(সাস্ট),সুজানা শারমিন(সাস্ট)।