জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৯:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) তিনদিনের সফরে তিনি সিলেটে এসেছেন। আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তিনি জাফলংয়ের প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শন করেন।
প্রস্তাবিত ক্রাশার জোন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ সচিব পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন। এর আগে তিনি সিলেটের বিভিন্ন পাথর কোয়ারিও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি), সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, জৈন্তাপুরের ইউএনও নাহিদা পারভীন, গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর, এএসপি গোয়াইনঘাট (সার্কেল) মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সামসুল আলমসহ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় সচিব মো. কামাল হোসেন কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি পরিদর্শন করেন।
এদিকে, মন্ত্রী পরিষদের সচিব মো. কামাল হোসেন ক্রাশার জোন পরিদর্শনে যাওয়ার সময় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি সচিবের দৃষ্টিগোচরের জন্য জাফলং পাথর কোয়ারি সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক ‘কাজ চাই, ভাত চাই, পাথর কোয়ারি সচল চাই’ লেখা বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তার দুইপাশে অবস্থান নেন।