মাদরাসায় যাওয়া হলো না সিলেটের মাহফুজের
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৯:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদরাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কানাইঘাটের বাসিন্দা মাহফুজ নামের এক মাদরাসাছাত্র।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটা দুর্ঘটনায় মাহফুজসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহত মাহফুজ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আউয়ালের ছেলে।
বীরদল মাঝপাড়া গ্রামের ইয়াহইয়া জানান, মাহফুজ শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাদরাসায় যাওয়ার পথে গোলাপগঞ্জের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।