কেন্দ্রে সিলেট জেলা ছাত্রদলের ৩৩ ইউনিটের তালিকা: কারা আসছেন নতুন নেতৃত্বে
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট জেলা ছাত্রদলের আওতাভুক্ত ৩৩টি ইউনিটের তালিকা সিলেট বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অনুমোদনের পর জানা যাবে ৩৩টি ইউনিটে কারা থাকছেন। তাই এখন কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন তৃণমূলের পদপ্রত্যাশীরা।
শনিবার সকালে সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক কাওছার, যুগ্ম সম্পাদক মো. আরিফুল হক, সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তালিকা হস্তান্তর করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন।
তিনি জানান, দায়িত্বগ্রহণের পর থেকেই আমরা জেলার অধিভুক্ত প্রত্যেকটি ইউনিটকে ঢেলে সাজানোর জন্য কাজ শুরু করি। এর আগেও একবার জমা দিলেও এবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষিত, ত্যাগী ও পরিশ্রমি ছাত্রনেতাদের তালিকা আমরা সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছি। আশা করি দ্রুত কমিটির অনুমোদন হবে এবং সিলেট ছাত্রদলে আরো গতি সঞ্চার হবে।
কেন্দ্রে প্রেরিত ৩৩টি ইউনিটের মধ্যে রয়েছে, সিলেট সদর উপজেলা ছাত্রদল, শাহ্খুররম ডিগ্রি কলেজ শাখা, দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, বালাগঞ্জ উপজেলা, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌর শাখা, বিশ্বনাথ ডিগ্রি কলেজ, ওসমানীনগর উপজেলা, তাজপুর ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌর শাখা, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার পৌর শাখা, বিয়ানীবাজার সরকারি কলেজ, জৈন্তাপুর উপজেলা, জৈন্তাপুর ডিগ্রি কলেজ, তৈয়ব আলী ডিগ্রি কলেজ, হযরত শাহজালাল ডিগ্রি কলেজ, গোয়াইনঘাট উপজেলা, গোয়াইনঘাট সরকারি কলেজ, কোম্পানীগঞ্জ উপজেলা, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, জকিগঞ্জ উপজেলা, জকিগঞ্জ পৌর শাখা, ইছামতি ডিগ্রি কলেজ, কানাইঘাট উপজেলা, কানাইঘাট পৌর শাখা, কানাইঘাট সরকারি কলেজ, গাছবাড়ি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জুন সিলেট জেলা ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট আংশিক পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। সভাপতি হিসেবে আলতাফ হোসেন সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন দিনার এর নাম ঘোষণা করা হয়। তবে বর্তমানে সাধারণ সম্পাদক কারাভোগে থাকায় ভারপ্রাপ্ত’র দায়িত্ব পালন করছেন দেলোয়ার হোসেন নাদিম। এই কমিটি প্রায় দুই বছর পর জেলার মোট ৩৩টি ইউনিটের তালিকা জমা দিলো কেন্দ্রে।