সুনামগঞ্জে ভারতীয় মদসহ তিনজন আটক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৬:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও প্লাটিনা মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী বিরেন্দ্রনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. জোনায়েদ হাসান (১৯), লাল মিয়ার ছেলে আলী আকবর (১৯) এবং হোসেন আলীর ছেলে শাহাদাৎ হোসেন (১৯)।
বিজিবি (২৮ ব্যাটালিয়ন) সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাবন্দ বিওপির হাবিলদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টহল দল ধর্মপাশা উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের বাকাতলা মোড় নামক স্থান থেকে ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে নগদ ১ হাজার টাকা এবং তাদের ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।