সিলেট-নোয়াখালীর চার যুবক দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট ও নোয়াখালীর চার যুবক দক্ষিণ আফ্রিকার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন। চারদিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের সাইফুল ইসলাম, মুহাম্মদ ফরহাদ, চাটখিলের মহসিন ও সিলেটের রাসেল। তারা ২৬ আগস্ট প্রাইভেটকার নিয়ে দক্ষিণ আফ্রিকার ফ্রিস্টেট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে যাচ্ছিলেন।
নিখোঁজদের সঙ্গে একই শহরে থাকতেন আরেক বাংলাদেশি মো. শরীফ। তিনি জানান, নিখোঁজ চারজনের মোবাইল বন্ধ। এ বিষয়ে স্থানীয় পুলিশ স্টেশনে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়িসহ তাদের অপহরণ করেছে দুর্বৃত্তরা।