মৌলভীবাজারে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত : জেলায় আক্রান্ত ১৪৬৭
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৩:৩০ অপরাহ্ণ
স্বপন দেব,মৌলভীবাজার:
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন করোনায় সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ জন করোনা রোগী ।
শুক্রবার (২৮ আগস্ট)বিকেলে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে সদরে ১ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ২ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালের ৬ জন রয়েছেন। এদের নিয়ে বর্তমানে মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৭জনে।
একদিনে সুস্থ হওয়া ৭ জনের মধ্যে কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ৬ জন রয়েছেন। মৌলভীবাজার জেলায় এই নিয়ে করোনাকে জয় করলেন ৯৭৩ জন।