মৌলভীবাজার ১০টি মামলার আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৩:২৭ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যান সম্পাদক একাধিক মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী আফির আলী (৪০) কে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত আফির আলী সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের জহুর আলীর ছেলে। তার বিরুদ্ধে ৫ টি ওয়ারেন্ট, ২টি সাজা ও ৩ টি নরমাল ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। তাকে শুক্রবার বিকেলে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৭ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট এসএমপি এলাকার কোতওয়ালী থানার ঘাসিটুলা থেকে শেরপুরফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসানের নেতৃত্বে এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযানপরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসান বলেন, গ্রেফতারকৃত আসামী আফিরআলীর বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্টসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।
এব্যাপারে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমূল হক এর সাথে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন গ্রেফতারের বিষয় অবগত নন,দোষি সাব্যস্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হবে।