সিলেটে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ৫ যাত্রীই নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৩:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার আরো দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। শনিবার সকালে ওই উপজেলার চৌঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ওই উপজেলার ফাজিলপুরের অটোচালক বাহার উদ্দিন, লরিফর গ্রামের আজমল আলীর ছেলে লাল মিয়া, হাজিপুরের তজম্মুল আলীর ছলে জাকারিয়া।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান, জকিগঞ্জগামী বাসের ধাক্কায় সিলেটগামী সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার পাঁচ যাত্রীই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার সময় তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বাকি দুইজনের।