সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রীর প্রচেষ্টায় নতুন ভবন পাচ্ছে ছয় শিক্ষা প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ১:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন পাচ্ছে বলে জানা গেছে।
দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন এর সাংসদ বাংলাদেশ সরকার এর পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান প্রচেষ্টায় সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে “হাওরের শিক্ষা অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় ২টি ভবন অনুমোদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়।
নতুন ভবনগুলোর মধ্যে তিনটি জগন্নাথপুর উপজেলায় ও তিনটি দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় নির্মাণ হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা চূরখাই উচ্চ বিদ্যালয়, ঈশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ও সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে একটি করে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। যা বন্যার সময় বন্যার্তদের আশ্রয়ের পাশাপাশি বিদ্যালয়ে পাঠদানে সহায়ক হবে।