সিলেটে দলিল লেখকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ১১:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে আব্দুল ওয়াহিদ (৬০) নামে এক দলিল লেখকের মরদেহ উদ্ধার করেছে কতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরের ১০ নং ওয়ার্ডের কানিশাইল এলাকা সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল ওয়াহিদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর পশ্চিমপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে মরদেহটি নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, মরদেহে পচন ধরায় তাকে হত্যা করা হয়েছে কিনা, এ বিষয়টি সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ঘটনাটি তদন্ত করে দেখবে পুলিশ।
নিহতের বড় ছেলে ইমরান আহমদ জানান, তার বাবা দলিল লেখক (মুহুরী) ছিলেন। গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে শহরে আসার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন দিলেও রিসিভ হয়নি। এক পর্যায়ে মোবাইল ফোন বন্ধ দেখায়। শুক্রবার বিকেলে থানায় গেলে এমন সময় মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
ছেলে ইমরান আহমদ আরও জানান, তার বাবার নিহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন। তবে তাকে কেউ হত্যা করেছে, নাকি মারা গেছেন, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।