জাতীয় কবির ৪৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢালপত্র’র আলোচনা ও ছড়াপাঠ
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ১১:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনার এই সংকটময় দিনেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনায় থেমে থাকেনি ছড়ার ডিজিটাল দেয়ালিকা ‘ঢালপত্র’।
জাতীয় কবির ৪৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘ঢালপত্র’ আজ বিকালে সিলেটের আম্বরখানাস্থ জসিম বুক হাউসে কবিকে নিয়ে আলোচনা ও ছড়াপাঠের একটি প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ঢালপত্র’ ও ‘ছড়ালোক’ সম্পাদক বিশিষ্ট ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার আব্দুস সাদেক লিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাসাহিত্যের প্রভাষক, সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ সম্পাদক কবি খালেদ উদ-দীন। প্রভাষক আলতাফুর রহমান। প্রধান শিক্ষক শাহ ফারুক আহমেদ। জসিম বুক হাউসের সত্ত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন। এবং আরও অনেক সাহিত্যপ্রেমী বন্ধু। ঢালপত্র ও ছড়ালোক সম্পাদক ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ছড়া নিয়ে স্বরচিত গ্রন্থিত একটি প্রবন্ধ পাঠ করেন তাঁর সমাপনী বক্তব্যের ফাঁকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশুসাহিত্যিক জসিম আল ফাহিম।