সিলেটে নিখোঁজের দুদিন পর সুরমা নদী থেকে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ৯:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট নগরীর কানিশাইল এলাকায় সুরমা নদী থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কানিশাইল মসজিদের পেছনে সুরমা নদী থেকে মো. আব্দুল ওয়াহিদ (৬০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কতোয়ালি থানা পুলিশ। আব্দুল ওয়াহিদ দক্ষিণ সুরমার হিলালপুর এলাকার মনির উদ্দিনের ছেলে।
আব্দুল ওয়াহিদ গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে যাননি। তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও ধারণা পুলিশের।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, ‘গত বুধবার থেকে আব্দুল ওয়াহিদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ কানিশাইল এলাকার সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। শনিবার (২৯ আগস্ট) সকালে লাশের ময়নাতদন্ত করা হবে।’
তিনি আরও জানান, আব্দুল ওয়াহিদ বিভাবে মারা গেলেন সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার থানা পুলিশ তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করেছে।