সিলেটে থানার পাশ থেকে ইয়াবাসহ একজনকে আটক করলো র্যাব
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ৭:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট কোতোয়ালী থানার কাছ থেকে পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ৭৫৫ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি ১টি সিএনজি অটোরিকশা ও মাদক বিক্রির ৪৩৫ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
শুক্রবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করে পুলিশ। আটককৃত ইয়াবা ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ টিপু জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এরআগে বৃহস্পতিবার রাতে র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হাসান ও এএসপি ওবাইনের যৌথ একটি দল কোতোয়ালী থানার রাজু ভেরাইটিজ স্টোরের সামনে অভিযান চালিয়ে আব্দুল ওয়াহিদ টিপুকে আটক করে র্যাব।