সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
র্যাব-৯ অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে গাঁজাসহ ২ জনকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (২৮ আগস্ট)সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল্লাহ।
র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধনপুর থেকে ১ কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয় লব্ধ ৪৭৫ টাকা জব্দ করে র্যাব।
আসামিদের নাম ও ঠিকানা- মো. মুহিবুর রহমান সায়েম (২১), পিতা- আবুল বাশার, সাং- মাঝেইর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ ও মো. নাজমুল হাসান হিমেল (২১), পিতা- নজরুল ইসলাম, সাং-ছাতারকোনা, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।
জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করেছে বলে জানায় র্যাব।